Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

শিক্ষা কার্যক্রমঃ

ক ) শিশুদের জন্য ৪ থেকে ৫ বছর বয়সের সনাতন ধর্মাবলম্বী শিশুদের ধর্মীয় অনুভুতির আলোকে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

খ) প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি হার বৃদ্ধি করানো এবং ঝড়েপড়া রোধ করতে সহোযোগিতা করা।

গ)  প্রাথমিক বিদ্যালয়ের আলোকে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা।

ঘ)  সকল শিক্ষা উপকরণ ( বই,শ্লেট,ডাস্টার,পেন্সিল,ব্ল্যাকবোর্ড, সাইনবোর্ড,মাদুর) সহ অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ।

ঙ)  শিক্ষকদের নিয়মিত মাসিক সম্মানী প্রদান ও বছরে ০১ দিন রিফ্রেসার্স ট্রেনিং প্রদান ।

চ)  শিক্ষকদের পাঠদানের সময় ২.৩০ ঘন্টা এবং প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন ও বয়স্ক শিক্ষার্থীর সংখ্যা ২৫ জন।

ছ)  শিক্ষা বর্ষ শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করে পুরস্কার প্রদান।

জ)  গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন করা হয়। এ সকল অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

ঝ) জাতীয় শোক দিবসে সকল মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন ও পতাকা উত্তোলন করা।

ঞ)  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বর্তমানে ৬৪ জেলায় মন্দিরভিত্তিক শিক্ষ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

 

অন্যান্য কার্যক্রমঃ

 

·      হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার / উন্নয়নে অনুদান বিতরণ করা।

·      দুঃস্থদের মধ্যে অনুদান বিতরণ করা।

·      দূর্গাপূজায় আর্থিক সহায়তা করা।

·      জাতীয় ও ধর্মীয় দিবসসমূহ উদযাপন ।

·      মন্দিরভিত্তিক প্রাক-প্রাথকি শিশু শিক্ষা ও বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।

·      ধর্মীয় প্রতিষ্ঠানের তালিকাভুক্তি ও সনদপত্র প্রদান।

·      হিন্দুধর্মী য় পর্বভিত্তিক আলোচনা সভা।

·     হিন্দুধর্মী য় নেতাদের প্রশিক্ষণ